সুজন চক্রবর্তী (ভারত প্রতিনিধি),প্রতিদিনের বার্তাঃ মুখ্যমন্ত্রী সর্বানন্দ সানোয়াল বুধবার হাইলাকান্দিতে উপস্থিত হয়ে একটি বিশেষ পর্যালোচনা সভায় মিলিত হয়েছেন। হাইলাকান্দি উপায়ুক্ত কার্যালয়ে অনুষ্ঠিত রিভিউ মিটিংএ বরাক উপত্যকার তিনটি জেলায় রুপায়িত বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্পের অগ্রগতি এবং আইনশৃঙ্খলা নিয়ে আলোচনা করা হয়।উক্ত পর্যালোচনা সভায় বরাক উপত্যকার তিনটি জেলার জেলাশাসক, আরক্ষী অধীক্ষক এবং জেলাস্তরে বিভিন্ন সরকারি বিভাগের শীর্ষ আধিকারিকগন উপস্থিত ছিলেন। মুখ্যমন্ত্রী সর্বানন্দ সানোয়াল এই পর্যালোচনা সভায় বরাকবাসীর যাতে নিরবিচ্ছন্নভাবে বিদ্যুৎ পরিষেবা লাভ করেন তার জন্য ব্যবস্থা গ্রহণ করতে প্রতিজন উপায়ুক্তকে নির্দেশ প্রদান করেন।তার সঙ্গে তিনি প্রধানমন্ত্রী আবাস যোজনা, এমজিএন রেগা,অরুণোদয় ইত্যাদি প্রকল্পের লাভযাতে প্রতিজন গ্রামবাসী লাভ করেন তার দিকে ও সচেষ্ট হতে তিনি নির্দেশ প্রদান করেন। এই পর্যালোচনা সভার পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে মুখ্যমন্ত্রী জানান বিজেপি সরকারের সময় বরাক ব্রক্ষপুত্রের সমানভাবে উন্নয়ন হয়েছে।দূর্নীতি এবং সন্ত্রাসবাদকে দমন করা সম্ভব হয়েছে।আজকের এই পর্যালোচনা সভার পর বরাকের তিন জেলায় সরকারি প্রকল্পগুলো সন্তোষজনক রুপায়িত হয়েছে বলেও জানান মুখ্যমন্ত্রী।
Leave a Reply