সঞ্জয় দাশ (চীফ রিপোর্টার),দৈনিক প্রতিদিনের বার্তাঃ খুলনা জেলা ডুমুরিয়া উপজেলার গুটুদিয়া ইউনিয়নের।ব্র্যাক, ডুমুরিয়া শাখায় (২৩ ডিসেম্বর) এক সদস্য শেখ সিরাজুল ইসলাম (৪৮)বছর হাটস্টোক জনিত করে মৃত্যু বরণ করেন।ব্র্যাকের ডুমুরিয়া শাখার গুটুদিয়া গ্রামের পশ্চিমপাড়া, সদস্যের নং ৮৩৬,নাম মৃত কওসার আলী শেখের পুত্র শেখ সিরাজুল ইসলাম। সকাল ১০ ঘটিকার সময় হাটস্ট্রোকে মৃত্যুবরণ করেন। তার মৃত্যুতে ব্র্যাকের পক্ষ থেকে মোঃ জাহিদুল ইসলাম এরিয়া ম্যানেজার( প্রগতি), শিব দাশ শাখা ব্যবস্থাপক( দাবি) মিন্টু অধিকারী ক্রেডিট অফিসার (প্রগতি) মোঃ মফিজুর রহমান (হিসাব কর্মকর্তা) উপস্থিতিতে তাঁর আত্মার মাগফেরাত কামনা করেন । এবং ব্র্যাক থেকে ১০০০০০ এক লক্ষ টাকা লোন নিয়েছিলে। তার মৃত্যুতে ব্র্যাকের লোনের সম্পূর্ণ ১০০০০০( এক লক্ষ ) টাকা মওকুফ করে। এবং নগদে ২০০০০/ টাকা প্রদান করেন। এবং সঞ্চায় ২৮০০টাকা সদস্যের নমিনি তার স্ত্রীর কাছে হস্তান্তর করেন। ব্র্যাক হতদরিদ্র ও অসহায় মানুষের পাশে বিরামহীন ভাবে সেবা দিয়ে যাচ্ছেন।
Leave a Reply