রিয়েল তন্ময়,প্রতিদিনের বার্তাঃ দেশের বরেণ্য নাট্যকার ও অভিনেতা মান্নান হীরা মারা গেছেন।বুধবার রাত ৮টার সময় কাকরাইলের ইসলামী ব্যাংক হাসপাতালে শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি।
নাট্যব্যক্তিত্ব মামুনুর রশীদ মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, বাসায় অসুস্থতা অনুভব করলে তাকে কাকরাইলের ইসলামী ব্যাংক হাসপাতালে নেওয়া হয়। সেখানে বুধবার রাত ৮টার দিকে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
উল্লেখ্য, মান্নান হীরা একজন বাংলাদেশী নাট্যকার ও চলচ্চিত্র নির্মাতা। ২০০৬ সালে তিনি নাটক শ্রেণীতে বাংলা একাডেমি সাহিত্য পুরষ্কার লাভ করেন। তিনি পথ নাটকের আন্দলনের সাথে যুক্ত আছেন দীর্ঘ দিন ধরে।তিনি আরণ্যক নাট্যদলের অধিকর্তা। তিনি প্রায় ১৫ টি নাটক লিখেছেন। উল্লেখযোগ্য নাটকগুলির মধ্যে আছে লাল জমিন, ভাগের মানুষ, ময়ূর সিংহাসন, সাদা-কালো ইত্যাদি। মূর্খ লোকের মূর্খ কথা মান্নান হীরা রচিত ও নির্দেশিত অন্যতম পথনাটক।২০১৪ সালে তিনি সরকারের অনুদানে শিশুতোষ চলচ্চিত্র একাত্তরের ক্ষুদিরাম তৈরি করেন। এটি তার পরিচালিত প্রথম চলচ্চিত্র।
Leave a Reply