সুজন চক্রবর্তী (ভারত প্রতিনিধি),প্রতিদিনের বার্তাঃ আসামে মনিপুরিদের জন্য পৃথক স্বশাসিত পরিষদ দাবিতে সোমবার শিলচরে মিছিল করল কয়েক হাজার মনিপুরি নারী পুরুষ।মূল আয়োজক অল আসাম মনিপুরি ইয়ুথ অ্যাসোসিয়েশন, মনিপুরি ন্যাশনাল কাউন্সিল নামে দুই সংস্থা। তাদের আন্দোলনের প্রতি সমর্থন জানিয়ে অংশ নেয় বিভিন্ন অঙ্গ সংগঠনের সদস্যরা।শিলচরের ইটখলা থেকে মিছিল শুরু করে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে জেলাশাসকের কার্যালয়ের সামনে এসে শেষ করে। জেলাশাসকের মাধ্যমে মুখ্যমন্ত্রীর উদ্দেশ্যে একটি স্মারকপত্র বিতরণ করেন মনিপুরি সংস্থার নেতৃবৃন্দ।
Leave a Reply