সুজন চক্রবর্তী (ভারত প্রতিনিধি),প্রতিদিনের বার্তাঃ সপ্তাহ কয়েকদিন আগে করিমগঞ্জের জেলার পাথারকান্দি বাইপাসের উদ্বোধন করেন স্থানীয় বিধায়ক কৃষেন্দু পাল। সোমবার আরেকটি বাইপাসের কাজ শুরু করে দিলেন তিনি। এটি লোয়ারপোয়া থেকে চুরাইবাড়িতে জাতীয় সড়কে গিয়ে মিলিত হবে।এনিয়ে স্থানীয় জনসাধারণের মনে খুশীর জোয়ার বইছে।
Leave a Reply