সুজন চক্রবর্তী (ভারত প্রতিনিধি),প্রতিদিনের বার্তাঃ আলফা( স্বাধীন ) এর উপ মুখ্য সৈন্যাধ্যক্ষ দৃষ্টি রাজখোয়া ওরফে মনোজ রাভার আত্মসমর্পনের আনুষ্ঠানিক সম্পন্ন হলো।সোমবার গুয়াহাটি শংকরদেব কলাক্ষেত্রে আয়োজিত সংক্ষিপ্ত অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী সর্বানন্দ সানোয়ালের হাতে অস্ত্র তুলে দেন মনোজ ও তাঁর স্ত্রী লালা ডি মারাক। এদিন মোট ৬৩ জন জঙ্গি অস্ত্র সমর্পন করে জাতীয় জীবনের মূল স্রোতে ফিরে আসেন। তাদের মধ্যে মনোজ, লালা ডি সহ আলফার রয়েছেন ১৮ জন, ডিমাসা ন্যাশনাল লিবারেশন আর্মির ১৩ জন। বাকি ৩২ জন কার্বি জঙ্গি ইউপিআরএফ এবং পিডিসির ক্যাডার।মুখ্যমন্ত্রী সর্বানন্দ সানোয়াল জী অন্য জঙ্গিদের ও জাতীয় জীবনের মূল স্রোতে ফিরে আসার জন্য আহবান জানান।
Leave a Reply