ফরহাদ হোসেন (বিশেষ প্রতিনিধি),প্রতিদিনের বার্তাঃ কিছুদিন আগেই (১৪ অক্টোবর) একটি খবর ছড়িয়ে পরে সোস্যাল মিডিয়ায়। অভিনেত্রী নিয়তী ইসলাম স্বপ্না মারা গেছেন।কেউ কেউ বলছেন স্ট্রোক করে মারা গেছেন আবার কেউ কেউ বলছেন এটা আত্মহত্যা । আসলে এনিয়ে দেখা গেছে এক ধুম্রজাল। প্রতিদিনের বার্তার বিশেষ প্রতিনিধি ফরহাদ হোসেনের নেতৃত্বে আমাদের অনুসন্ধানী টিম সরাসরি ফোনে কথা বলে নিয়তির বাবা মায়ের সাথে।তাদের দাবী তাদের মেয়ে স্ট্রোক করে মারা গেছে। তবে নিয়তির বাবা মায়ের কথায় অসামঞ্জস্যতা থাকায় আমাদের অনুসন্ধান টিম এই ঘটনার আসল রহস্য উদঘাটনের চেষ্টা করে।অনুসন্ধানে বেড়িয়ে আসে এই চাঞ্চল্যকর তথ্য। অভিনয় শিল্পী নিয়তি ইসলাম স্বপ্না মারা যাননি বরং তিনি বেঁচে আছেন।
আমাদের কাছে দেয়া নিয়তি ইসলাম স্বপ্নার বাবা ও মায়ের বক্তব্য সম্পূর্ণ মিথ্যা ও বানোয়াট। মূলত মেয়েকে মিডিয়াতে কাজ না করতে দেয়া এবং তাদের পছন্দের ছেলের সঙ্গে বিয়ে দেয়ার কারণেই সাজানো হয়েছিলো এই মিথ্যা ও বানোয়াট বক্তব্য। নিয়তির বাবা ও মা নিয়তির পরিচিত সকলের কাছে বলেছিলেন, নিয়তি স্ট্রোক করে মারা গেছেন।
নিয়তির বাবা-মায়ের বক্তব্যে ভিন্নতা পাওয়ায় দীর্ঘদিন যাবত আমাদের বিশেষ প্রতিবেদক ফরহাদ হোসেনের অনুসন্ধানে মিলে এসব তথ্য।
তবে নিয়তি ইসলাম স্বপ্না নিজেই স্বীকার করেন যে, তিনি বিষ পান করেছিলেন। বিষ পানের পর তিনি হাসপাতালে ভর্তিও ছিলেন এবং সুস্থ্যও হয়ে ওঠেন আর তার এই বিষপানের দূর্ঘটনাকে তার বাবা-মা বেশ ভালোভাবেই সাজিয়ে গুছিয়ে নিয়তিকে মৃত হিসেবে দাবী করেন।
Leave a Reply