রিয়েল তন্ময়,প্রতিদিনের বার্তাঃ বাংলা চলচ্চিত্রের অন্যতম সফল নায়িকা শাবনূরের জন্মদিন আজ। একসময় সালমান শাহ-শাবনূর জুটি মানেই ছিল সুপারহিট সিনেমা। সালমান শাহের অকাল প্রয়াণের পর রিয়াজের সঙ্গেও শাবনূরের জুটি ছিল দারুণ জনপ্রিয় ও সফল। এছাড়া মান্না, ফেরদৌস, শাকিব খানের সঙ্গেও তার সফল সিনেমা রয়েছে।সিনেমাপ্রেমীদের দুই নয়নে আলোর ঝিলিক খেলে যায় তার নাম শুনলে। একটা সময় তার নামেই সিনেমা হল ভরে যেত দর্শকে। তাকে ডাকা হত ঢাকাই সিনেমার রানী বলে। নব্বই পরবর্তী বাংলা চলচ্চিত্রের সব থেকে সফল নায়িকা তিনি।
১৯৭৯ সালের ১৭ই ডিসেম্বর যশোরে জন্মগ্রহন করেন এই অভিনেত্রী।তার ভালো নাম কাজী শারমিন নাহিদ নূপুর। তবে শাবনুর নামেই তিনি অধিক পরিচিতি লাভ করেছেন। জন্মদিনে প্রতিদিনের বার্তার পক্ষ থেকে শুভেচ্ছা।
সকলেরই মনে আছে প্রয়াত কিংবদন্তি চলচ্চিত্র পরিচালক এহতেশামের হাত ধরে ‘চাঁদনী রাতে’ চলচ্চিত্রের মধ্যদিয়ে চলচ্চিত্রে অভিষেক হয় জনপ্রিয় নায়িকা শাবনূরের। এই চলচ্চিত্রে শাবনূরের বিপরীতে অভিনয় করেন সাব্বির। এরপর জহিরুল হকের ‘তুমি আমার’ চলচ্চিত্রে সালমান শাহর সঙ্গে জুটিবদ্ধ হয়ে অভিনয় করেন তিনি। তারপর আর পেছনে ফিরে তাকাতে হয়নি এই নায়িকাকে। একের পর এক হিট চলচ্চিত্র উপহার দিয়েছেন ঢালিউডের স্বপ্নের নায়িকা শাবনূর।
জন্মদিনে সবার কাছে দোয়া চেয়েছেন এই নায়িকা। এদিকে নব্বই-পরবর্তী বাংলা চলচ্চিত্রের এ সফল নায়িকা বিশেষ এই দিনটিতে ভক্তদের শুভেচ্ছায় ভাসছেন। চলচ্চিত্রের সহকর্মীরাও শুভেচ্ছা জানাচ্ছেন। এই শুভেচ্ছা আর ভালোবাসাকেই জীবনের সেরা অর্জন বলে মনে করেন শাবনূর।
Leave a Reply