শাহজাহান আলী মনন (সৈয়দপুর (নীলফামারী),প্রতিদিনের বার্তাঃ র্যাব-১৩, সিপিসি-২, নীলফামারী ক্যাম্পের একটি অভিযানিক দল সৈয়দপুর-রংপুর মহাসড়কের খিয়ার জুম্মা বাজারে অভিযান চালিয়ে ৫১০ পিস ইয়াবাসহ ২ মাদক ব্যবসায়িকে গ্রেফতার করেছে। ১৪ ডিসেম্বর রাত ৮ টার দিকে এ অভিযান চালানো হয়। গ্রেফতার মাদক ব্যবসায়িরা হলো- খিয়ারজুম্মা বাজারের পার্শবর্তী রংপুর জেলার তারাগঞ্জ উপজেলার বৈদ্যনাথপুর খানবাড়ী (ফরিদাবাদ) গ্রামের মোঃ খয়বর হোসেনের ছেলে মোঃ শাহিনুর ইসলাম (১৯) ও নীলফামারীজেলার সৈয়দপুর উপজেলার খাাাাতামধু ইউনিয়নের খালিসা ধুলিয়াা পাইকারপাড়ার মোঃ আব্দুল আজিজের ছেলে
র্যাব-১৩ জানায়, অভিযানকালে খিয়ারজুম্মা বাজারের মোঃ ছাদেকুল ইসলামের হোটেলের ভিতরে অবস্থানকারী দুইজনের শরীর তল্লাসি করে ৫১০ পিস ইয়াবা ট্যাবলেট, মাদক ক্রয় বিক্রয়ের কাজে ব্যবহৃত ২ টি মোবাইল ফোন, ৪ টি সীমকার্ড ও ১ টি মেমোরীকার্ড এবং মাদক বিক্রিত নগদ ৫ হাজার টাকা জব্দ করা হয়।
সিপিসি-২, নীলফামারীর সিনিয়র সহকারী পুলিশ সুপার ও ভারপ্রাপ্ত কোম্পানী অধিনায়ক মোঃ মুন্না বিশ্বাস জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা মাদক ব্যবসার সাথে জড়িত থাকার কথা স্বীকার করেছে। পরবর্তীতে তাদের নামে রংপুর জেলার তারাগঞ্জ থানায় মাদক মামলা রুজু করে থানায় হস্তান্তর করা হয়।উপরোক্ত ব্যাপারে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
তিনি আরও বলেন, র্যাব প্রতিষ্ঠালগ্ন থেকে সমাজের বিভিন্ন অপরাধ এর উৎস উদ্ঘাটন, জঙ্গীবাদ দমন, অপরাধীদের গ্রেফতারসহ আইনশৃংখলার সামগ্রিক উন্নয়নে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। র্যাব শুরু থেকে যে কোন ধরণের অপরাধী, অপহরণ, মাদক উদ্ধার, অপহৃত ভিকটিম উদ্ধার, খাদ্যে ভেজাল বিরোধী অভিযান, ভেজাল ঔষধ প্রস্তুতকারক ও ব্যবসায়ী এবং বিভিন্ন প্রতারক চক্রকে গ্রেফতারসহ দেশের শীর্ষ সন্ত্রাসীদের গ্রেফতার করতে সার্বক্ষণিকভাবে অভিযান পরিচালনা করে থাকে।
Leave a Reply