স্পোর্টস ডেস্ক,দৈনিক প্রতিদিনের বার্তাঃ সদ্য সমাপ্ত পুরুষদের চ্যাম্পিয়নস লিগে নিজেদের ইতিহাসে প্রথমবার ফাইনালে খেলেছে প্যারিস সেন্ট জার্মেই (পিএসজি)। তবে পর্তুগালের লিসবনে ফরাসি জায়ান্টদের হারিয়ে শিরোপা উৎসব করে বায়ার্ন মিউনিখ।
অন্যদিকে আরেক ফরাসি ক্লাব লিঁও ঘরে ফেরে সেমিফাইনাল থেকে। তবে চলতি মৌসুমের মেয়েদের চ্যাম্পিয়নস লিগে ফাইনাল নিশ্চিত করেছে ক্লাবটি। তাও ঘরের ক্লাব পিএসজিকে ১-০ ব্যবধানে হারিয়ে। স্প্যানিশ ক্লাব অ্যাথলেটিক বিলবাওয়ের মাঠে ৬৭তম মিনিটে ওয়েন্ডি রেনার্ডের হেড থেকে এগিয়ে যায় লিঁও। পরে ম্যাচের বাকি সময় ব্যবধানটি ধরে রেখে ফাইনালের টিকেট কাটে তারা। এ নিয়ে রেকর্ড নবমবারের মতো নারী চ্যাম্পিয়নস লিগের ফাইনাল খেলবেন রেনার্ড। আসরে এটি তার ২৪তম গোল। উত্তেজনা ছড়ানো ম্যাচে গোল হজমের ২ মিনিট আগে গ্রেস গায়েরো লাল কার্ড দেখে মাঠ ছাড়ায় ১০জনের দল হয়ে পড়ে পিএসজি। অবশ্য পরে ৭৫তম মিনিটে নিকিতা প্যারিস লাল কার্ড দেখায় ১০জন নিয়ে খেলতে হয় লিঁওকেও।
সোমবাব (৩১ আগস্ট) দিবাগত রাতে সান সেবাস্তিয়ানে ফাইনালে ভলসবুর্গের মুখোমুখি হবে লিঁও। ফরাসি ক্লাবটি এ নিয়ে টানা পঞ্চমবারের মতো ফাইনাল খেলবে। তারমধ্যে গত চার আসরেই শিরোপা ঘরে তুলেছে সর্বোচ্চ ছয়টি চ্যাম্পিয়নস লিগজয়ী লিঁও।
Leave a Reply